কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস্ ফোরামের নতুন কমিটি

‘ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলো’-স্লোগানধারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলাধীন শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস্ ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো: রকিবুল হাসান রকি। সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া সর্বমোট ৬৩ সদস্যের এই কমিটি ঘোষণা করেন।

কমিটিতে স্থানপ্রাপ্ত অন্যদের মাঝে- অর্থ সম্পাদক জুয়েল রতন দাস (নৃবিজ্ঞান-১০ম); দপ্তর ও পাঠাগার সম্পাদক সিয়াম হোসেন (ইংরেজি- ১০ম); প্রচার সম্পাদক তীব্র বণিক সজীব (নৃবিজ্ঞান-১০ম); ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম (গণিত-১০ম) প্রমুখ নির্বাচিত হয়েছেন।

Post MIddle

নতুন কমিটির উপদেষ্টা পরিষদে আছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শামসুজ্জামান মিলকী; গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার।

প্রসঙ্গত, নির্বাচিত বর্তমান কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় দুই শতাধিক। ক্যাম্পাসে বিভিন্ন সময় নানা ধরনের সমাজসেবামূলক কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পছন্দের আরো পোস্ট