হাবিপ্রবিতে শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

Post MIddle

বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে কমিটির কার্যক্রম শুরু করেন।

এ সময় উক্ত কমিটির সভাপতি প্রফেসর মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. ফজলুল হক, সহ-সভাপতি প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রফেসর ড. ফাহিমা খানম ও প্রফেসর বিধান চন্দ্র হালদার, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর ড. শ্রীপতি সিকদার ও প্রফেসর ড. মো. খালেদ হোসেন, কোষাধ্যক্ষ ড. মো. রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল চৌধুরী, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যান সম্পাদক মো. জিয়াউল হাসন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. মাহমুদুল হাসান দপ্তর সম্পাদক পদে ড. মো. জামাল উদ্দিন, প্রচার সম্পাদক ডা. মো. হায়দার আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট