যুব ছায়া সংসদের ষষ্ঠ অধিবেশন

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে যুব ছায়া সংসদের ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত দেশের যুব সমাজের মধ্যে সংসদীয় গণতন্ত্র চর্চ্চা বৃদ্ধি এবং খাদ্য অধিকারসহ জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহে যুব সমাজকে সম্পৃক্ত করার কৌশল হিসেবে ‘যুব ছায়া সংসদ’ পরিচালিত হচ্ছে।

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীতে রেখে গত (১৭ অক্টোবর) মঙ্গলবার ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট ভবনে স্বেচ্ছাব্রতি সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার এর আয়োজনে এবং ৫১টি সংগঠনের সহ-আয়োজনে যুব ছায়া সংসদের ৬ষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় রীতি মোতাবেক ৩০০টি সংসদীয় আসনে ৩০০ জন যুব প্রতিনিধি যুব ছায়া সংসদে উপস্থিত থেকে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীতে নিজেদের মতামত তুলে ধরে।এভাবেই তারা জাতীয় জনগুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত প্রতিফলিত করে আগামীদিনের দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে উঠছে।

Post MIddle

আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক আইন মন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এম.পি।সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ দারা এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, সমকাল-এর উপ সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, খাদ্য অধিকার বাংলাদেশ-এর সম্পাদক মহসীন আলী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহবুব কবির।

অধিবেশনে ৩৫০ জন প্রতিনিধির পক্ষে ২৫ জন যুব সাংসদ খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবীতে তাদের প্রস্তাবিত সুপারিশমালা তুলে ধরেন। এছাড়াও যুব ছায়া সংসদ অধিবেশনের সমাপনী পর্বে বিকাল ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবীতে ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উক্ত সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধক্ষ্য আব্দুস শহীদ। পৃথিবীর অনেক দেশেই সরকারি পৃষ্ঠপোষকতায় ‘যুব ছায়া সংসদ’ পরিচালিত হয়। ‘উন্নয়নের রোল মডেল’ খ্যাত আমাদের প্রিয় বাংলাদেশেও ‘যুব ছায়া সংসদ’ জাতীয় সংসদের সার্বিক তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে পরিচালনার জন্য যুব ছায়া সংসদ আহবান জানিয়ে আসছে।

যুব ছায়া সংসদ

পছন্দের আরো পোস্ট