বাংলাদেশ ইউনিভার্সিটিতে ”ক্যারকিুলাম ফরম্যাট” র্শীষক র্কমশালা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি অ্যানহাসমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটিতে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ক্যারিকুলাম ফরম্যাট” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০১৭) বাংলাদেশ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারী ইঞ্জি: এম.এ. গোলাম দস্তগীর। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউ’র কোষাধ্যক্ষ জনাব কামরুল হাসান।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি: এম.এ. গোলাম দস্তগীর বলেন, শিক্ষার গুণগতমান উন্নয়নে আইকিউএসির গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। ক্যারিকুলাম ফরম্যাট কর্মশালার মাধ্যমে শিক্ষকরা আত্মউন্নয়ন ঘটিয়ে আরো বেশি গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদান করতে পারবেন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি বিশ^বিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণের যে ব্যবস্থা গ্রহণ করেছেন ক্যারিকুলাম ফরম্যাট এর মধ্যে অন্যতম। এর মাধ্যমে শিক্ষক কর্মকর্তারা তাদের সীমাবদ্ধতাগুলো অনুধাবন করে তা কাটিয়ে উঠতে পারবেন।

পছন্দের আরো পোস্ট