পবিপ্রবির ভর্তি আবেদন শুরু ২০ অক্টোবর

২০১৭-১৮ শিক্ষাবর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে।

Post MIddle

ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর অকম মোস্তফা জামান জানান, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদকে তিনটি ইউনিটে বিভক্ত করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২১ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ওই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.pstu.ac.bd/admision ওয়েবসাইটে পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট