জাবি সায়েন্স ক্লাবের ৪র্থ গণিত অলিম্পিয়াড শুরু কাল

“সমস্যায় ভাবনা যত, গণিত নিয়ে ভাব ততো” এই শ্লোগান কে ধারণ করে প্রতিবারের মতো এ বছর ঢাকাসহ গাজিপুর,টাঙ্গাইল জেলার প্রায় অর্ধ শতাধিক বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে  আগামী ২০ ও ২১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানসেবী সংগঠন সায়েন্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে ৪র্থ গণিত অলিম্পিয়াড  ২০১৭  ।
দুইদিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথমদিনে উদ্বোধনী ঘোষণা করবেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড খবির উদ্দিন । একইদিনে জহির রায়হান অডিটোরিয়ামে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ প্রথম শিফট (সকাল ১০টা থেকে ১১টা) এবং দ্বিতীয় শিফট (সকাল ১১ঃ৩০ টা থেকে ১২ঃ৩০ টা) , তারিখঃ ২০ অক্টোবর, ২০১৭।

Post MIddle

দ্বিতীয় দিনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয়া উপাচার্য অধ্যাপক ড ফারজানা ইসলাম।

এ বছর পত্যেক শ্রেণী থেকে ১৫ জন করে মোট ৭৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে ।

পছন্দের আরো পোস্ট