জাককানইবিতে লোক প্রশাসন অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়েছে। ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম দিনের খেলা।

টুর্নামেন্ট উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মাহযাবিন সুলতানা মিতুল, গাজী আরাফাত উজ জামান মার্কনী এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব।

Post MIddle

প্রথম দিনের ম্যাচ লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ সেশনের বিপক্ষে ২০১৪-১৫ (৫ম ব্যাচ) সেশনের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে ২০১৩-১৪ সেশন (৪র্থ ব্যাচ) জয়লাভ করে।

টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচ পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ ওমর ফারুখ সরকার। এবং টুর্নামেন্টে ৪র্থ ব্যাচের টিম ম্যানেজার হিসেবে ছিলেন প্রভাষক গাজী আরাফাত উজ জামান মার্কনী এবং ৫ম ব্যাচের টিম ম্যানেজার হিসেবে ছিলেন প্রভাষক মাহযাবিন সুলতানা মিতুল এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক অলি উল্লাহ্।

পছন্দের আরো পোস্ট