‘চুয়েট ক্লাব’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০১৭-১৮ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। অদ্য ১৬ অক্টোবর (সোমবার), ২০১৭ খ্রি. উক্ত অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। এবার ২০১৭-১৮ সালের কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল আচার্য্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাম্মেল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। চুয়েট ক্লাব নির্বাচন পরিচালনা কমিটি ২০১৭-১৮ এর সভাপতি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুর রশীদ সিলেকশন পদ্ধতিতে গঠিত উক্ত কমিটির অনুমোদন দেন।

Post MIddle

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেকুল আলম, অর্থ সম্পাদক ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি’র সহকারী প্রোগ্রামার জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, ক্রীড়া সম্পাদক যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আরাফাত রহমান, যুগ্ন ক্রীড়া সম্পাদক সহকারী রেজিস্ট্রার জনাব এস.এম সাইফুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব হুমায়ুন কবির এবং সম্মানিত সদস্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন প্রমুখ।

পছন্দের আরো পোস্ট