একাদশ বিভাগের ইয়ার কমিটি গঠন
আওয়ামীলীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইমাম গাজ্জালী কলেজ শাখার ছাত্রলীগের দু’টি ইয়ার কমিটির গঠন, এতে স্নাতক শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অাশরাফুল হক (টিপু) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিজয় সরকার, মহীলা সম্পাদীকা নির্বাচিত হন ইতি বড়ুয়া।
এদিকে একাদশ বিভাগে ব্যবসায়, বিজ্ঞানও মানবিক শাখার কমিটি গঠন করা হয় এতে ব্যবসায় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রাশেদ, সম্পাদক খোরশেদ আলম, মহীলা সম্পাদীকা শারমীন আক্তার। মানবিক এবং বিজ্ঞান শাখায় সভাপতি মোঃ মহিন উদ্দীন, সম্পাদক জুবাইদুল ইসলাম, মহীলা সম্পাদীকা সুমায়া আক্তার।
কলেজ ছাত্রলীগের দু’টি ইয়ার কমিটির মধ্য স্নাতক ১ম বর্ষ ২১ জন, একাদশ বিভাগে ব্যবসায় শাখায় ৬১জন, বিজ্ঞানও মানবিক শাখায় ৫১ জনসহ ১৩৩ জন’কে আগামী এক বছরের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে৷
উদ্বোধন করেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার কামাল চৌধুরী, প্রধান অতিথি মধ্য বক্তব্য রাখেন, দক্ষিণ রাউজান ছাত্রালীগের সভাপতি সৈয়দ মেজবা উদ্দীন, প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ রাউজান ছাত্রালীগের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আমিন (রনি), এতে আরো বক্তব্য রাখেন নোয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ভারপ্রাপ্ত সভাপতি অারফাত অালিফ,পাহাড়তলী ছাত্রালীগের সহ-সভাপতি নঈম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ তানবির, খুশম আক্তার, রুবেল তালুকদার, প্রসেনজিৎ, আজাদ, নিশান, সুজন, টিপু, হাসান, জয় রাজ, সাকিব, মাসুদ, মুন্না প্রমুখ।
এতে কলেজ ছাত্রালীগের সাধারন সম্পাদক আমির হামজা ও যুগ্না-সম্মাদক মামুন পরিচালনায় সভাপতিত্বে করেন কলেজ ছাত্রালীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহাব উদ্দিন,
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছাত্রলীগকে সামনের দিকে এগিয়ে যেতেহবে, সৎ ও মেধাবীদের নিয়েই দক্ষিণ রাউজান ছাত্রলীগ ও কলেজে ছাত্রালীগ নিয়ে এ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবে প্রতিটি ছাত্রলীগ৷
এদিকে ইমাম গাজ্জালী কলেজের ইয়ার কমিটি নির্বাচিত ছাত্রলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ রাউজান ছাত্রালীগের সভাপতি মেজবা উদ্দিন, তিনি বলেন, আমি বিশ্বাস করি তারা বঙ্গবন্ধু আদর্শকে সমুন্নত রাখবে৷ আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি জোরালো ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ বক্তব্য করেন৷