বেরোবিতে তিন দিনব্যাপী খাদ্য উৎসব শুরু

সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আলোকিত দিনের সন্ধানে (আদিস) আয়োজিত “ফুড ফেস্ট” শীর্ষক তিন দিনব্যাপী খাদ্য উৎসব শুরু হয়েছে।

আজ (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

Post MIddle

প্রশাসনিক ভবনের উত্তরদিক সংলগ্ন স্থানে এই “ফুড ফেস্ট” খাদ্য উৎসব এর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আয়োজকদের তৈরী করা বিভিন্ন প্রকার খাবার মূল্য পরিশোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে কেউ এই খাদ্য গ্রহণ করতে পারবেন । প্রাপ্ত অর্থ সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে । এই উৎসব আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

পছন্দের আরো পোস্ট