হাবিপ্রবিতে শেখ রাসেল এর জন্মদিন পালিত
বাংলাদেশ ছাত্রলীগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে হাবিপ্রবি’র টিএসটি মিলনায়তনে কেক কাটা হয়। এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে নিয়ে জন্ম দিনের কেক কাটেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তাঁর এবং বঙ্গবন্ধু পরিবারের সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।