লুট

অন্ধকারের চারপাশ এবং
আলোতেও খুঁজলাম,
খুঁজলাম কথার ভাজে,
সময়ের খাঁজে । 
ধূলো জমা অতীত
ঝেড়ে-মুছে পরিষ্কার করার পরও
এখন দরোজায় যে দাঁড়ানো
তার সাথে ঠিক মিলছে না ।
জীবন আছে,
ভালোবাসাগুলো নেই ।
সংসার আছে,
তার ছায়াটি নেই ।

পছন্দের আরো পোস্ট