নিজের ক্যাম্পাস পরিস্কার রাখার মধ্যে অহংবোধ আছে-জাবি উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উদ্বোধনকালে উপাচার্য ছাত্রলীগের এ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। উপাচার্য বলেন, নিজের বাড়ি, নিজের ক্যাম্পাস পরিস্কার রাখার মধ্যে অহংবোধ আছে। তিনি শিক্ষার্থীদের এ ধরনের কর্মকা- অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।