২৭ শিক্ষার্থী পেলো ইস্টার্ন ইউনিভার্সিটি শিক্ষাবৃত্তি
ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) প্রতিবছরের মতো এবারও ২০১৬ সালের ২৭ কৃতি শিক্ষার্থী’র মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে আজ (১৭ অক্টোবর)। মেধাবী শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইস্টার্র্ন ইউনিভার্সিটি ৪০ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য প্রদান করেছে।
ইইউ’র উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশীদ। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আলী আজ্জম, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, শিক্ষার্থী, অভিভাবক প্রমূখ। উপস্থিত ছিলেন ডিন, কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।