জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক কেন্দ্রের অনুমোদন
আজ ১৭.১০.২০১৭ তারিখ সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলানগরস্থ পরিকল্পনা কমিশনের একনেক সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল, রংপুর ও চট্টগ্রাম এই তিনটি বিভাগীয় শহরে ভূমি অধিগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি স্থায়ী আঞ্চলিক কেন্দ্র নির্মাণের ১১৯ কোটি ২ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়। প্রতিটি কেন্দ্রে ১ একর জমিতে ৫০ হাজার বর্গফুটের ১০-তলা ভবন নির্মিত হবে।
পরীক্ষা অনুষ্ঠান, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মকান্ড এসব কেন্দ্র থেকে পরিচালিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে ও শিক্ষার সার্বিক উন্নয়নে অনুমোদিত এ প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে। একনেক-এ প্রকল্পটি অনুমোদিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ একনেক সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে অপর ৩টি বিভাগীয় শহরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো ৩টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।