বন্ধ আর অব্যবস্থাপনায় বেরোবির ডাইনিং

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ডাইনিং বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে শহীদ মুখতার ইলাহী হলে খাবার পরিবেশনে চরম অব্যবস্থাপনা হচ্ছে বলে অভিযোগ ভুক্তোভুগি আবাসিক শিক্ষার্থীদের। এতে চরম বাজে অবস্থায় পড়েছে এ হলদ্বয়ে অবস্থানরতরা।

বিশ্ববিদ্যালয় হলসূত্রে জানা গেছে, চলতি মাসের ১০ অক্টোবর ডাইনিং পদ্ধতি চালু করে ইলাহী হল কর্তৃপক্ষ। সকলে ১০ টাকা, দুপুরে ২৫ টাকা আর রাতে ২০ টাকা দিয়ে খাবার খাওয়ার এ নতুন পদ্ধতিতে বাড়তি চাপ সহ্য করতে হচ্ছে এ হলটিকে।

দুটো হলের একটিতে এ পদ্ধতি চালু করায় অপর হল বঙ্গবন্ধুর আবাসিক শিক্ষার্থীরাও সেখানে ভীড় জমাচ্ছেন। এতে খাবার নিতে দুই হতে তিন ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে। খাবার পরিবেশনে মাত্র দুই জন কর্মচারী।

ডাইনিং রুমে প্রতিটি টেবিলে পর্যাপ্ত চেয়ার নেই। খাবারের ডিসও পর্যাপ্ত নেই। তাই দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে তরকারীর প্লেট পেলেও ভাত নেওয়ার জন্যও অপেক্ষায় থাকতে হচ্ছে।

চরম অব্যবস্থাপনার জন্য এ পরিস্থিতির সৃষ্ঠি হচ্ছে বলে অভিযোগ করে ঐ হলের আবাসিক শিক্ষার্থী ধনঞ্জয় রায় বলেন,‘একটা হলে ডাইনিং বন্ধ করা হয়েছে। আর ইলাহীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে।’

Post MIddle

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রোমান জানান,‘কয়েকদিন হতে আমাদের হলের ডাইনিং বন্ধ করে দেওয়া হয়েছে। খাওয়ার জন্য ইলাহীতে এসে ঘন্টারপর ঘন্টা অপেক্ষা করে খেতে হচ্ছে।’

এছাড়া অনেকেই অভিযোগ করে বলেন,‘ইলাহীতে অনেক সময় সবজি দেওয়াই হয় না। এমনকি অনেক সময় খাবারও পাওয়া যায় না। আবার নি¤œমানের চাল ভাতের জন্য সরবরাহ করা হচ্ছে ।’

তাঁরা আরো বলেন,‘ বঙ্গবন্ধুতেও যদি এ ডাইনিং পদ্ধতি চালু করা হয় তবে ইলাহী চাপ কমে যাবে। তখন হয়ত এ ধরণের সমস্যা হবে না।’এ ব্যাপারে মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. শফিক আশরাফ বলেন,‘আমি বিষয়টা দেখছি।’

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত দুইা মাস আগে হলে হিটার, রাইচ কুকার বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগ। সেই থেকে হলে এসব বন্ধ। বঙ্গবন্ধু হলে ডাইনিং বন্ধ হওয়ায় খাবার নিয়ে বিপাকে এ হলের বাসিন্দারা।

পছন্দের আরো পোস্ট