মোরেলগঞ্জে ১২ বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
“পরিচ্ছন্নহাত, সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয় নিয়ে রোববার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১২ টি বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উৎযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ডরপ পানিই জীবন প্রকল্প ও স্যাভলনের যৌথ আয়োজনে উপজেলার বিবি আফছার মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাত ধোঁয়া কৌশল ও আলোচনা সভা ও আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিবি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ডরপ এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আবু সায়েম হোসেন, সহকারী শিক্ষক বিমল দেবনাথ প্রমুখ । একইদিনে ৬ ইউনিয়নের ১২ টি বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দিবসটি উদ্যাপন করা হয়।
উপজেলার নিশানবাড়িয়া, জিউধরা, খাউলিয়া, বারইখালী সহ ৬ ইউনিয়নের ১২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি ইউনিয়ন পরিষদে হাত ধোয়ার সঠিক কৌশল শেখানো, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে ডরপ পানিই জীবন প্রকল্প ও স্যাভলনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল শিক্ষক শিক্ষিকা এবং স্কুলগুলোর সকল ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।