বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি
বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । গতকাল (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. মফিজুর রহমান পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় বাংলাদেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের বিজেএসসি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
সর্ব সম্মতিক্রমে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সনজিৎ সরকার উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইমরান আহমেদ।
বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় অধ্যাপক মো. মফিজুর রহমান বলেন, “ তোমাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তোমাদের স্বপ্ন বাস্তব রূপ লাভ করতে যাচ্ছে। সবার আগে আমাদের ভাল মানুষ হতে হবে। ছাত্র জীবনের প্রধান কর্তব্য লেখাপড়ার পাশাপাশি তোমরা সংগঠনের দায়িত্ব পালন করবে”।
৯ টি পাবলিক ও ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৭৮ জন সদস্য নিয়ে বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বিজেএসসি সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ। বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং শাখা সংসদে দায়িত্বপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিজেএসসি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক।