নর্দানে জঙ্গিবাদ বিরোধী সভা
আজ (১৫ অক্টোবর) রবিবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও সুচিন্তা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘শিক্ষার্থীদের মনোজগত ও জঙ্গিবাদ বিরোধিতা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয় ।
নর্দান ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বক্তব্য উপস্থাপন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা কে খান প্রমূখ।
অতিথিবৃন্দ বলেন, জঙ্গিবাদ সামাজিক বিভাজন লাইন উস্কে দিয়ে মানুষের মনে ঘৃণার জন্ম দেয়। এতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়। তাঁরা বলেন, কোন ধর্মই নিরীহ মানুষ হত্যাকে উৎসাহিত করতে পারে না। কাজেই ধর্মের নামে যারা মানুষ হত্যার দিকে ডাকে তারা ধার্মিক নয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে হাজার বছরের বাঙালী সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।