ইবিতে শিক্ষকের এর স্মরণে শোকর্যালী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুযোগ্য প্রবীণ শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ এর স্মরণে আজ (১৫ অক্টোবর) অর্থনীতি বিভাগের উদ্দ্যোগে ক্যাম্পাসে শোকর্যালী অনুষ্ঠিত হয়।
শোকর্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-উপাচার্য চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল মুইদ, প্রফেসর ড. মোহাম্মদ মামুন, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. কাজী মোস্তফা আরীফসহ বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। উল্লেখ্য যে অর্থনীতি বিভাগের সুযোগ্য শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ দীর্ঘদিন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। তিনি কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ অক্টোবর রাতে ইন্তেকাল করেন।