জাবিতে ছাত্রলীগের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ছাত্রলীগের উদ্যেগে ‘মাদার অব হিউমানিটি’ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে মওলানা ভাসানী হলের মাঠে এ টুর্ণামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে ৪৪ তম আবর্তনের শিক্ষার্থীরা ৪৫তম আবর্তনকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Post MIddle

এর আগে ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৬ টি দল অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার,আবাসিক শিক্ষক আলমগীর হোসেন ভূঁইয়া, শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা,সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল,সহ-সভাপতি এম রহমান নীল,সাংগঠনিক সম্পাদক তারেক হাসান,জোবায়ের রহমান,সাইফুল ইসলাম প্রমুখ।

পছন্দের আরো পোস্ট