জাবির হলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের ভেতর থেকে আদনান নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের ৪৫০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে হলের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সহপাঠীদের কেউ কেউ বলছে প্রেম ঘটিত কারণে ওই ছাত্র আত্মহত্যা করে থাকতে পারে। তবে এঘটনার পেছনে অন্য কোন কারণ থাকতে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।
নিহত ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৪১ তম আবর্তনের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হলের ৪৫০/বি রুমে ফ্যানের সাথে ঝুঁলে গলায় ফাঁস নেন ওই ছাত্র। তার বাড়ি মানিকগঞ্জে।
জাবি প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা বলেন, কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত উদঘটন করা যায় নি।