জাবি অধ্যাপকের মৃত্যুতে উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইউ এইচ এম শামসুন্নাহার (৭৮) আর নেই। ইন্নালিল্লাহে—রাজেউন। অধ্যাপক শামসুন্নাহার আজ ভোরে গ্রিন রোডে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Post MIddle

অধ্যাপক ইউ এইচ এম শামসুন্নাহারের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক শামসুন্নাহারের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিক্ষা ও গবেষণায় অধ্যাপক শামসুন্নাহারের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মানুষ একজন গুণী শিক্ষক, গবেষক, সাহিত্যিক ও প্রবন্ধকারকে হারালো। বাংলা সাহিত্যের নিবেদিতপ্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত। উপাচার্য মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

পছন্দের আরো পোস্ট