জাককানইবিতে অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন একই হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রাজু আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক সবুজ চন্দ্র ভৌমিক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ জিয়া উদ্দিন মন্ডল, জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, অগ্নিবীণা হলের সভাপতি প্রয়াস কুমার মিশ্র প্রমুখ।
প্রথম দিনের ম্যাচ বিকাল ৩.৩০ মিনিটে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশন এবং ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে ২০১৪-১৫ সেশন জয়লাভ করে।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর এবং এই টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহমেদ।