হাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে অন্তঃঅনুষদীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রিভার হান্টার দল ২-০ গোলে ওসেনিক স্টার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হলের খেলার মাঠে উক্ত দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু, আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুব-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খালেদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে তেমন একজন ভালো খেলোয়ার নিজ প্রতিষ্ঠান ও দেশের প্রতিনিধিত্ব করে।
উল্লেখ্য, উক্ত ফুটবল টুর্নামেন্টে মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন লেভেলের মোট ৫টি দল অংশ গ্রহণ করে।