মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য দশ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
কমিটির মধ্যে সভাপতি সজীব তালুকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি খোরশেদ জয়, তাছিকুল আলম তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মোল্লা, জাবির ইকবাল, সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, নুর-নবী-সিদ্দিকী এবং জোবায়ের রহমান মিশু।
উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর ২০১৬ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক প্রেরিত ৪ সদস্যের এক প্রতিনিধি দল মাভাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করেন। মাভাবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে ওই দিন আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।