বাকৃবিতে বৃক্ষ রোপন ও সংরক্ষণ কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও প্ল্যান্ট কনজারভেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ‘তাল ও বিরল প্রজাতির সৌন্দর্য বর্ধণকারী বৃক্ষ রোপন ও সংরক্ষণ কর্মসূচী মঙ্গলবার (১০ অক্টোবর ) বাকৃবি এর ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

Post MIddle

প্ল্যান্ট কনজারভেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেযারম্যান প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি এর উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. লুৎফুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্ল্যান্ট কনজারভেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন এর ভাইস-চেয়ারম্যান ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. একেএম জাকির হোসেন। বক্তারা বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা-জলোচ্ছাস মোকাবেলায় তাল গাছ রোপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তব্যে উল্লেখ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেণ প্ল্যান্ট কনজারভেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের চেযারম্যান প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের ।

কর্মশালায় বাকৃবির বিভিন্ন শিক্ষা বিভাগের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিগণ এতে অংশ গ্রহণ করেণ। পরে ভাইস-চ্যান্সেলর টিএসসি এলাকায় তালের চারা রোপনের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।

পছন্দের আরো পোস্ট