মেট্রোপলিটনে নতুন লিডারদের বরণ করলো এলডিএফ
সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির লিডারশিপ ডেভলাপমেন্ট ফোরাম (এলডিএফ) এর উদ্যোগে নতুন লিডারদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।আজ ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
নতুন লিডারদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদন সেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডারশিপ ডেভলাপমেন্ট ফোরামের সদস্য সচিব নওসাদ আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের ভাইস চেয়ারম্যান ও ইউনিভার্সিটির পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক অনিক বিশ্বাস, সিনিয়র লেকচারার সানজিদা চৌধুরী, অর্থনীতি বিভাগের লেকচারার বিউটি নাহিদা সুলতানা। এলডিএফ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শিহাব উদ্দিন ও মাহতাজ জেরিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের প্রশংসনীয় কর্মকা- চালিয়ে যাচ্ছে লিডারশিপ ডেভলাপমেন্ট ফোরাম। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ করে গড়ে তুলছে এ ফোরাম। ফোরামের সাথে যারা নতুন লিডার হিসেবে যুক্ত হয়েছেন, তারা ভবিষ্যতের জন্য নিজেকে শাণিত করতে এবং নেতৃত্বের সকল গুণাবলি নিয়ে গড়ে ওঠতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে এলডিএফ’র সদস্য সচিব নওসাদ আহমদ চৌধুরী জানান, এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় রোববার ‘এলডিএফ ডে’ হিসেবে পালন করা হবে। ফোরামের নতুন লিডারদের বরণ অনুষ্ঠান সফল করায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।