শেকৃবিতে ধর্ম অবমাননা শাস্তির দবিতে বিক্ষোভ

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ (০৫ অক্টোবর) বিক্ষুব্ধ ছাত্রদের উদ্দ্যেগে মসজিদ নিয়ে কতুক্তিকারী বিলাস পালের অনার্স ও মাস্টার্সের ডিগ্রী বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে। উপস্থিত ছাত্র সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে।মানববন্ধন ও বিক্ষোভ সঞ্চালনার দ্বায়িত্বে থাকা লেভেল ৩ এর ছাত্র শোয়েব রহমান বলেন, বিলাস পাল মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান মসজিদ নিয়ে কথা বলেছে, তাকে দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে ভবিষ্যতে এরকম ঘটনার পূনারবৃত্তি ঘটতে থাকবে। গবেষক ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফাইজুল ইসলাম বলেন, এর আগেও ক্যাম্পাসে দেবাশিষ কর নামে একজন ইসলাম নিয়ে কটুক্তি করেছে কিন্তু তার কোন শাস্তি হয়নি, ক্যাম্পাসে বিভিন্ন নাটকে দাড়ি, টুপি, ইসলামি ব্যাবস্থা নিয়ে ব্যাঙ্গ করা হয়, যা প্রশাসনকে অবশ্যই বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা, বিলাস পালেরা মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু, ধর্মীয় অনুভূতিতে আঘাত মানি না, মানব না, লেখা পোস্টার হাতে বিক্ষোভ প্রর্দশন করে। বিক্ষোভ প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য , প্রো-উপাচার্য উপস্থিত ছিলেন, তারা বিলাস পালের দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

Post MIddle

উল্লেখ্য বিলাস পাল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। তিনি গত ৪ তারিখ নিজ এলাকা টাঙ্গাইল জেলার গোলাপপুর গ্রাম থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা হলের ছাত্র ছিলেন। তাকে হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বিক্ষুপ্ত ছাত্র সমাজ তার অনার্স ও মাস্টার্স ডিগ্রী বাতিলের দাবিতে প্রশাসনের কাছে স্বারকলিপি জমা দেওয়ার জন্য স্বাক্ষর সংগ্রহ করছে।

পছন্দের আরো পোস্ট