ড্যাফোডিলে পড়তে এলো জাপান ও তাইওয়ানের দুই শিক্ষার্থী
শিক্ষার্থী বিনিময় কর্মসূচীর আওতায় জাপানের গুনমা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সেইবু কিরিবায়াসি এবং তাইওয়ানের লিং তং ইউনিভার্সিটির ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী চিয়াও উয়েন ইয়েন এখন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন। এই দুই শিক্ষার্থীর মধ্যে সেইবু কিরিবায়াসি এবং চিয়াও উয়েন ইয়েন ফল-২০১৭ সেশনে এক সেমিস্টার অধ্যয়ন করবেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গুনমা ইউনিভার্সিটির চুক্তি অনুযায়ী সেইবু তার স্নাতক শিক্ষার অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এক মাস গবেষণাকর্ম সম্পাদন করবেন। অপরদিকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও লিং তং ইউনিভার্সিটির চুক্তি অনুযায়ী চিয়াও উয়েন ইয়েন তার চার বছরের স্নাতক শিক্ষার অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে ১২ ক্রেডিট সম্পন্ন করবেন।