বশেমুরবিপ্রবিতে র‌্যাগ ডে

গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা সমাপনী-২০১৭ (র‌্যাগ ডে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ এবং ২৫ অক্টোবর। সর্বসম্মতিক্রমে এবারের শিক্ষা সমাপনী দিবসের (র্যাগ ডে) নামকরণ করা হয়েছে উন্মীলিত ‘১৩।

তৃতীয় বারের মতো উদযাপিত হতে যাওয়া এ শিক্ষা সমাপনী দিবসকে (র‌্যাগ ডে) কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলের মাঝে বিরাজ করছে অন্যরকম এক উৎসব ও উদ্দীপনার ভিন্ন অামেজ! গ্রহণ করা হচ্ছে বিভিন্ন রকমের প্রস্তুতি ও বাড়তি নিরাপত্তাও।

Post MIddle

এবারের র্যাগ ডে’র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এল.আর.বি ব্যান্ড এবং চিরকুট ব্যান্ড। এছাড়া গাইবেন অারও বেশ কিছু জনপ্রিয় শিল্পী। থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মনমাতানো বিভিন্ন পারফরম্যান্সও।

র্যাগ ডে- কে সফল, সুন্দর ও মনোমুগ্ধকর করতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী বাবুল শিকদার বাবুকে আহ্বায়ক করে তৈরি করা হয়েছে র্যাগ ডে উদযাপন কমিটি।

উল্লেখ্য, এ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক করা হয়েছে বাংলা বিভাগের মোঃ আল-আমীনকে। এছাড়াও কমিটিতে রয়েছেন ২১ জন যুগ্ম আহবায়ক ও ৯ জন সদস্য।

পছন্দের আরো পোস্ট