বন্যার্তদের পুনর্বাসনে জবি

বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগিতায় দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরন ও আর্থিক সহায়তা প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
৩০ সেপ্টেম্বর, শনিবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় মোট ২০ টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ২০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
Post MIddle
জবি রোভার-ইন- কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. রিজু আহামেদ, খাদ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক হাসান আলী এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান মুকুল ক্ষতিগ্রস্তদের মাঝে উক্ত সহায়তা তুলে দেন।
জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো.আরিফুল ইসলাম জানান,”জবি রোভার ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের উত্তোলিত অর্থ এবং অনান্য উৎস থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে এসব ত্রাণ বিতরণ করা হয়”।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর, বরিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কর্তৃক উত্তোলিত ১৮ হাজার ৭০৩ টাকা জবি রোভার স্কাউট গ্রুপের কাছে বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে হস্তান্তর করা হয়।
পছন্দের আরো পোস্ট