রোহিঙ্গাদের সাহায্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী

রোহিঙ্গাদের সাহায্যে কাজ করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।

কক্সবাজার জেলা প্রশাসকের আমন্ত্রণে কক্সবাজারের উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলার ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাহায্যে বিএনসিসি ক্লাবের সদস্য হয়ে সেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করবেন।

Post MIddle

শিক্ষার্থীরা হলেন, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের এম.বি.এ শিক্ষার্থী মো: আল-আমিন (সজিব), মাসুম রেজা ও অসীম ভূইয়া এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের এম.বি.এ শিক্ষার্থী জাকারিয়া শিকদার।

কক্সবাজারের উখিয়া উপজেলা ও টেকনাফ উপজেলায় অস্থায়ী রোহিঙ্গা বসতি সহ অন্যান্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বিভিন্ন তথ্য প্রদানে সহায়তা, ত্রাণ বিতরণে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বি. জি.বি)ও বাংলাদেশ সেনাবাহিনীদের সাথে সাহায্য করা, ডাটা এন্টির কাজে সাহায্য সহ বিভিন্নভাবে দীর্ঘ এক সপ্তাহ ধরে সেচ্ছাসেবক হয়ে কাজ করছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।

 

পছন্দের আরো পোস্ট