যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা

যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৩০টি প্রতিষ্ঠান জনবল বাছাই করবে। এ ছাড়া সেমিনার এবং চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকারের প্রস্তুতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বাংলাদেশ হাইটেক পার্কের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ চাকরি মেলার আয়োজন করেছে। ইতিমধ্যে পার্ক কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হয়েছে। ৩৫টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো চাকরি মেলা থেকে কর্মী নিয়োগ করবে।

Post MIddle

মেলায় অংশ নিচ্ছে অগ্নি সিস্টেমস লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, অগমেডিক্স বাংলাদেশ লিমিটেড, এমসিসি, অন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, কাজি আইটি সেন্টার, ফিফোটেক, ই-জেনারেশন লিমিটেড, বাক্য, ডিজিকন টেকনোলজিস, ওয়ালটন কম্পিউটারস, ব্রিলিয়ান্ট আইডিয়াস লিমিটেড, যশোর আইটি, প্রিনিয়র ল্যাব, এনআরবি জবস, ওয়াটার স্পিড, উৎসব টেকনোলজিস লিমিটেড, সাজ টেলিকম, স্পেকট্রাম ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেড, স্টেলার ডিজিটাল লিমিটেড, এম্বার আইটি লিমিটেড প্রভৃতি।

মেলায় অংশগ্রহণের জন্য কোনো পূর্বনিবন্ধনের প্রয়োজন হবে না। বিস্তারিত আরও তথ্য (https://goo.gl/RhhGG4) ঠিকানায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।

পছন্দের আরো পোস্ট