আ.ম.পা.উ.বি. ২০১০ সালের ব্যাচের আলোচনা সভা
আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেণ সংগঠনের অন্যতম সদস্য আবদুল আজিজ মাহি । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ইমরুল হাসান সিয়াম, এমদাদ হোসেন সজীব ও মো. রাসেল। তারা তাদের বক্তব্যে তাদের সংগঠন এর পক্ষ থেকে সকল সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করার আশা ব্যক্ত করেন ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন তৌফিক হোসেন রাসেল, জিল্লুর রহমান আপন, রেদোয়ান উল্যা নাঈম ও রহিম প্রমুখ। আলোচনা সভায় বিগত অনুষ্ঠানগুলোর ভূল ত্রুটি নিয়ে আলোচনা করা হয়।আগামী নভেম্বরে পিকনিক করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সেখানে প্রীতি ভোজের আয়োজন করা হয়।