বছর শুরুর আগেই পৌঁছে গেছে বিনামূল্যের পাঠ্যবই

২০১৮ সালের এখনো ৩ মাসের অধিক সময় বাকি রয়েছে। এর আগেই বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার বিনা মূল্যের পাঠ্যবই এসে পৌঁছেছে। উপজেলা ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভায় ৬৪ টি মাধ্যমিক বিদ্যালয় , ৬০ দাখিল মাদ্রাসা সহ রেজিষ্ট্রেশনকৃত স্বতন্ত্র মাদ্রাসা রয়েছে প্রায় ৪০টি। বছর শুরুর আগেই অধিকাংশ বই পৌঁছানোর কারনে স্বস্তি প্রকাশ করেছে অনেক প্রতিষ্ঠান প্রধান। অনেকেই এটাকে বর্তমান সরকারের সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অত্র উপজেলার মাধ্যমিক শাখায় পাঠ্যবইয়ের চাহিদা ২ লক্ষ ৯২ হাজার ৯শ’ ৪৬ সেট, দাখিল শাখায় চাহিদা রয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৪ শ’ ৩৬ সেট, এবতেদায়ী শাখার পাঠ্যবইয়ের চাহিদা রয়েছে ৬৬ হাজার ৬ শ’ ২ সেট এবং এসএসসি ভোকেশনাল শাখায় ১০ হাজার ৮ শ’ ৬০ সেট,দাখিল ভোকেশনাল শাখায় রয়েছে ৮ শ’ ৪০ সেট পাঠ্যবইয়ে চাহিদা রয়েছে।

Post MIddle

ইতোমধ্যে মোরেলগঞ্জে এনসিটিবি কর্তৃক মাধ্যমিক শাখায় ৭৬ হাজার ২শ’ ৮৬ সেট, দাখিল শাখায় ৪৫ হাজার ৫ শ’ ৪২ সেট, এবতেদায়ী শাখার চাহিদার ৬৬ হাজার ৬ শ’ ২ সেটের সব বই পৌঁছেছে। মাধ্যমিক শাখায় শতকরা ২৬ ভাগ, দাখিল শাখায় শতকরা ৩৩ ভাগ এবং এবতেদায়ী শাখার সব বই এরই মধ্যে মোরেলগঞ্জ মাধ্যমিক শিক্ষা দপ্তরের হস্তগত হয়েছে। এসএসসি ভোকেশনাল ও দাখির ভোকেশনাল শাখার কোন বই আসেনি।

বছর শুরুর আগে ভাগেই পাঠ্যবই পৌঁছানোর কারনে সকল মাধ্যমিকবিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা স্বস্তি প্রকাশ করেছে। হাজী ইব্রাহিম স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম জানান, বছর শুরুর ৩/৪ মাস আগে বই আসা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান জানান, আগামী বছর শুরুতেই সকল শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাবে। ##

পছন্দের আরো পোস্ট