জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছে ১৫১ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১৫১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ১৯৮৬ আসনের বিপরীতে আবেদন করেছে সর্বমোট ২ লাখ ৯৯ হাজার ১৭১ জন শিক্ষার্থী। আগামী ৮ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

Post MIddle

এ বছর প্রতিদিন ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট শুরু হবে সকাল ৯টায় এবং শেষ শিফটের পরীক্ষা হবে বিকেল ৫টায়। আগামী ৮ অক্টোবর ৫টি শিফটে ‘এ’ ইউনিট’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৯ অক্টোবর ৪টি শিফটে ‘এ’ ইউনিট ও ১টি শিফটে ‘আই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ ও ১১ অক্টোবর ‘ডি’ ইউনিট, ১২ অক্টোবর ‘সি’ ও‘ সি১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ১৫ অক্টোবর ‘বি’ ইউনিট ও ‘জি’ ইউনিট, ১৬ অক্টোবর ‘ই’ ও ‘এইচ’ ইউনিট এবং ১৭ অক্টোবর ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পছন্দের আরো পোস্ট