কুবিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর বাহিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
আনন্দ র্যালির পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ও বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।