জাবি লোক প্রশাসন বিভাগে প্রথম মহিলা সভাপতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সহযোগী অধ্যাপক ড .জেবউননেছা ।বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ৯ (১) ধারা বলে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন ।

নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের বর্তমান সময়ের পেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য উপযুক্ত করে গড়ে তোলার লক্ষে কাজ করে যাব। এজন্য তিনি বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

Post MIddle

ড .জেবউননেছা ১৯৯৪ সালে নারায়নগঞ্জের নারায়নগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম শ্রেণিতে এসএসসি ও ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি পাস করেন। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন এ স্নাতক ও পরে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এছাড়ও তিনি ভারতের বর্ধমান ইউনিভার্সিটি থেকে ‘পোস্ট ডক্টরেট রিসার্চ’ ডিগ্রি লাভ করেন।তিনি ২০১০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০১২ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে স্বর্নপদক পান।

পছন্দের আরো পোস্ট