ঢাবি প্রতিনিধিদল আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছে

ভারতের চণ্ডীগড় ও অমৃতসর শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ পিস ফেস্ট ২০১৭ সম্মেলনে যোগ দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মডেল ওআইসির প্রতিনিধিদল। আজ তারা ঢাকা ত্যাগ করবে।

প্রতিনিধিদলের সদস্যরা গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি মডেল ওআইসি ক্লাবের সভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্মেলনে নিজেদের মেধা, সততা, দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (৩ অক্টোবর) চণ্ডীগড় ও অমৃতসরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের ৫০টি দেশের ৩০০ জন শিক্ষার্থী সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বিশ্বের তরুনদের ঐক্য’।

পছন্দের আরো পোস্ট