আইইউবিতে বিরোধ নিরসনে বিকল্প আইনী ব্যবস্থা শীর্ষক সেমিনার

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি-)-র স্কুল অফ হিউমিনিটিজ এ্যান্ড সোশ্যাল সায়েন্সেস -এর উদ্যোগে ‘ নতুন শতাব্দীতে বিরোধ নিরসনে বিকল্প আইনী ব্যবস্থা’ শীর্ষক এক সেমিনার গতকাল (২৬ আগস্ট ২০১৭ ) মঙ্গলবার আইইউবি’র স্থায়ী ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ড. মোহাম্মদ এম কেশবজী। ড. কেশবজী একজন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন আইনি মধ্যস্থতাকারী যিনি বিশ্বের ২৫ টি দেশের এক হাজারের বেশী আইনানুগ মধ্যস্থতাকারীকে প্রশিক্ষন দিয়েছেন। এছাড়াও তিনি এবিষয়ে ৩টি বই প্রকাশ করেছেন এবং শান্তি ও মানবাধিকার শিক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মানজনক গান্ধী কিং আইকেদা শান্তি পদক লাভ করেছেন্।

Post MIddle

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আইইউবি’র আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্স অনুষদের ডীন ড. মাহবুব আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অফ হিউমিনিটিজ এ্যান্ড সোশ্যাল সায়েন্সেস -এর সিনিয়র লেকচারার শারমীন আহমেদ।

আইইউবি’র ট্রাস্টি, বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান এবং সিনিয়র শিক্ষকবৃন্দ এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট