চবিতে কর্মচারীদের সাথে পরিচিতি সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, পবিত্রতার সাথে দায়িত্ব পালনই হচ্ছে উত্তম এবাদত। তিনি গতকাল (২৬ সেপ্টেম্বর) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের সাথে পরিচিতি সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন।
এ পরিচিতি সভায় মধ্যে বক্তব্য রাখেন চ.বি. উপ-উপাাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তিনি তাঁর ভাষণে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের শুভেচ্ছা জানান। তিনি শুদ্ধাচারের প্রতি বিশেষভাবে গুরত্বারোপ করেন এবং নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্রবান্ধব একটি সুন্দর পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার আহবান জানান।
চ.বি. রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরল হুদার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন চ.বি. প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এতে চ.বি. কর্মচারী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারক, কর্মচারী ইউনিয়নের সভাপতি জোস মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নুরল আবছার, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ শাহ আলম এবং ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) মো. ওসমান চৌধুরী উপস্থিত ছিলেন।