কুবিতে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ সেপ্টেম্বর থেকে আরও দশদিন বাড়িয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
Post MIddle
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভায় ভর্তি আবেদনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে ।
ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচি, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) অথবা 01557-330381/ 01557-330382- থেকে জানা যাবে।
প্রসঙ্গত, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৬টি অনুষদের ২১টি বিভাগে সর্বমোট ১১৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় লড়বেন শিক্ষার্থীরা।
পছন্দের আরো পোস্ট