রাবি শিক্ষককে মারধরের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক অধ্যাপক মোহা. হাছনাত আলীকে মারধরের প্রতিবাদে ও জড়িতের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা সকাল ১১টার দিকে ইনস্টিটিউট অব বিজেনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন শেষে ইনস্টিউটের পরিচালকের কাছে অভিযুক্তের ছাত্রত্ব বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধ দল উপাচার্যের সঙ্গে দেখা করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন।

ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে আইবিএ’র শিক্ষক অধ্যাপক মোহা. হাছনাত আলীকে মারধরের অভিযোগ ওঠে এমবিএ ৯ম ব্যাচের (স্যান্ধ্যকালীন) ছাত্র নাহিদ মো. হায়দার বিরুদ্ধে। হায়দারের বাড়ি রাজশাহী নগরীর মালোপাড়াতে।

ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মারধরের শিকার শিক্ষক। মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘ হাছানাত আলী স্যার নিজেই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছেন। মামলার নম্বর হচ্ছে ৫৪/৪৩০। আর ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬ ধারায় নাহিদ হায়দারের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রকে দুপুরে কোর্টে তোলা হয়েছে।’

Post MIddle

এদিকে হামলার বিষয়টি অবহিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাছে লিখিত অভিযোগপত্র দিয়েছেন হাছানাত আলী। এছাড়া, মারধরকারী ছাত্রের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহার সঙ্গে অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান নেতৃত্বে অর্ধশত শিক্ষকের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন।

এ বিষয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসেছিল আমার সাথে দেখা করতে। তারা হামলাকারী ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মুহুর্তে বাহিরে আছে। তিনি আসলে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন অনুসারে দোষী ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিক্ষক মারধররের ঘটনায় নিন্দা জানিয়ে শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল), জাতীয়তাবদী শিক্ষক ফোরাম। রাবি শাখা ছাত্র ফেডারেশন।##

শিক্ষককে মারধর

পছন্দের আরো পোস্ট