ইবি আন্তঃবিভাগ বাস্কেটবলে ফাইনালে ইংরেজি বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে সিএসই বিভাগকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংরেজিবিভাগ বাস্কেটবল দল।
বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,গতকাল (২৫ সেপ্টেম্বর) আন্ত:বিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৭ এ বাস্কেটবলে ইবির জিমনিসিয়ামে ইংরেজি বিভাগ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যকার সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ সিএসই বিভাগকে ২৫-২২ পয়েন্টব্যাবধানে হারায়।
ফাইনালে ওঠায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড.এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু ইংরেজি বিভাগ বাস্কেটবল দলের সকল খেলোয়ার ও কলাকুশলীকে অভিনন্দন জানিয়েছেন।