ইবি আন্তঃবিভাগ বাস্কেটবলে ফাইনালে ইংরেজি বিভাগ

ইসলামী  বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে সিএসই বিভাগকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংরেজিবিভাগ বাস্কেটবল দল।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের শারিরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়,গতকাল (২৫ সেপ্টেম্বর) আন্ত:বিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৭ এ বাস্কেটবলে ইবির  জিমনিসিয়ামে ইংরেজি বিভাগ  এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের  মধ্যকার সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ সিএসই বিভাগকে ২৫-২২  পয়েন্টব্যাবধানে হারায়।

ফাইনালে ওঠায়  বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড.এ এইচ এম  আক্তারুল ইসলাম জিল্লু ইংরেজি বিভাগ বাস্কেটবল দলের সকল খেলোয়ার ও কলাকুশলীকে অভিনন্দন জানিয়েছেন।

পছন্দের আরো পোস্ট