আইইউবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই ইউ বি)-র ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্স (ডোসা) এবং কোয়ান্টাম ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে দু’দিনের এক- স্বেচ্ছা রক্তদান কর্মসূচী গতকাল (২৫সেপ্টেম্বর ) ও আজ (২৬ সেপ্টেম্বর) আইইউবি ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকা-য় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। স্বেচ্ছা রক্তদান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষার্থী রক্ত প্রদান করেন।
উল্লেখ্য যে, আই ইউ বি নিয়মিতভাবে প্রতি সেমিষ্টারে একবার (চার মাস অন্তর) এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচী পালন করে আসছে।