ইবিতে নতুন আটটি বিভাগ চালু হচ্ছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন আটটি বিভাগ চালু হতে যাচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পত্রের মাধ্যেমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আটটি বিভাগ চালু করার অনুমতি প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন বিভাগ চালু করার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে (ইউজিসি) আবেদন করে। সোমবার ইউজিসি পত্রের মাধ্যেমে নতুন আটটি বিভাগ চালু করার অনুমতি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে নতুন আটটি বিভাগ হচ্ছে আইন ও শরীয়াহ অনুষদের অধীন আইন ও ভূমি ব্যাবস্থাপনা বিভাগ। এ বিভাগে ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুজোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের অধীন ডেভলোপম্যান্ট স্টাডিজ ও সোসাল ওয়েল ফেয়ার বিভাগ। উভয় বিভাগে ১৬০ জন শিক্ষার্থী ভর্তির সুজোগ পাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগ। তিন বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদের অধীন হিউম্যান রিসোর্স ম্যানেজম্যান্ট এবং টুরিজম এন্ড হোটেল ম্যানেজম্যান্ট বিভাগ। উভয় বিভাগে ১৫০  জন শিক্ষার্থী ভর্তির সুজোগ পাবে। এ নিয়ে বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট বিভাগ হলো ৩৩ টি। এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীন ৩৩ টি বিভাগে ২২৩৫ টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুজোগ পাবে।

Post MIddle

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। নতুন বিভাগ বৃদ্ধি করার মধ্যে দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তীতে আরো নতুন বিভাগ চালু করার মধ্যে দিয়ে এ বিশ্ববিদ্যালয় একদিন আন্তর্জাতিক মানের হবে।’

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নে আমরা ইউজিসির কাছ থেকে আটটি বিভাগ অনুমোদন নিতে সক্ষম হয়েছি। এই বিভাগগুলো চালুর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের দিকে একধাপ এগিয়ে নিয়ে যাব।’

পছন্দের আরো পোস্ট