বিইউএফটিতে নবীনবরন অনুষ্ঠিত

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এর ফল সেমিষ্টার-২০১৭ এর বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ এবং নবনির্মিত নিজস্ব ক্যাম্পাসে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরুর উদ্দেশ্যে বিইউএফটির নব নির্মিত নিজস্ব ক্যাম্পাসে ফল সেমিষ্টার ২০১৭ এর ওরেিয়ন্টেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অদ্য ২৪ সেপ্টেম্বর ২০১৭ এর উত্তরাস্থ ধোর, তুরাগ ঢাকায় অনুষ্ঠিত হয়।

Post MIddle

বিইউএফটি এর সম্মানিত উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাষ্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে ভারপ্রাপ্ত ট্রাষ্টি চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত জনাব আব্দুস সালাম মোর্শেদী। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ট্রাষ্টি বোর্ডের অন্যান্য সদস্যেও মধ্যে উপস্থিত ছিলেন জনাব এস এম মান্নান (কপি); জনাব রিয়াজ বিন মাহমুদ এবং জনাব খন্দকার রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিং আইয়ুব নবী খান, বিভাগীয় ডীনগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানগণ, হেড অফ লজিষ্টিক, প্রধান জনসংযোগ কর্মকর্তা, শিক্ষক ও নবাগত শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নতুন শিক্ষার্থীদের বরণ করেন এবং দেশ বির্নিমে তাদের অবদানের কথা উল্লেখ করেন পাশাপাশি মানসম্মত ও বাস্তবসম্মত শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতীর সার্বিক কল্যানে আত্তনিয়োগেও পরামর্শ দেন। বক্তব্য প্রতিটি বক্তা এই বিশ্ববিদ্যালয় অনুমোদের পিছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা কৃতঞ্জতার সাথে স্বরণ করেন এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ট্রাষ্টি বোর্ডের প্রতিটি সদস্য শিক্ষার্থীদের মানসম্মত ও গুণগত শিক্ষা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নের জন্য সকর প্রকার সহযোগিতা প্রদানেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অতি অল্প সময় অনুমোদনের মাত্র ০৫ বছরের মাথায় বিইউএফটি নিজস্ব ক্যাম্পাসে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে সক্ষম হলো।

পছন্দের আরো পোস্ট