হলের সিলগালা কক্ষ থেকে ৩ শিক্ষার্থী আটক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ.এফ রহমান হলের সিলগালা কক্ষে গাঁজা সেবনের সময় হাতেনাতে তিন শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। এসময় ফের হলের ৪৩১ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে আটকদের পরিচয়পত্রও জব্দ করা হয়। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান, নৃ-বিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহেদুল ইসলাম ও সমাজতত্ত্ব বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, হল কর্তৃপক্ষ কর্তৃক সিলগালা করা ৪৩১ নম্বর কক্ষে অবৈধভাবে প্রবেশ করে মাদক সেবন করার সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তারা কেউ আবাসিক হলের বৈধ শিক্ষার্থী নয়। এসময় তাদের পরিচয়পত্র জব্দ করে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।