প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণকে স্বাগতম জানালো জাবি ছাত্রলীগ
জাতিসংঘের ৭২তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ভাষণ ও বিশ্বশান্তির মডেলকে স্বাগতম জানালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার সকাল ১১ টায় জাবি ছাত্রলীগ প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগতম জানাতে “আনন্দ মিছিল” বের করে।মিছিলটি ক্যাম্পাস টান্সপোর্ট থেকে চৌরঙ্গী ও টারজান পয়েন্ট প্রদক্ষিন করে অমর একুশের প্রাদদেশে এসে শেষ হয়।
আানন্দ মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন জাবি ছাত্রলীগের সভাপতি মোঃজুয়েলরানা ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চঞ্চল।
বক্তৃতায় তারা জাাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর “বিশ্ব শান্তির মডেল” উপস্থাপন ও রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলে শেখ হাসিনার বিশেষ ভূমিকাকে স্বাগতম জানান।
মিছিলে জাবি ছাত্রলীগের শাখা নেতৃবৃন্দ ও বিভিন্ন হলেন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।